ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী
Published : Tuesday, 21 June, 2022 at 12:29 PM
সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রীনেত্রকোনা, সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে সেখান থেকে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী।
এরপর ৯টা ৫৮ মিনিটে তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এরপর ১০টায় সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, সিলেট সার্কিট হাউজে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিবেন।

এরআগে সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।

নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন সরকার প্রধান।

সফরসূচি অনুযায়ী, সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।