Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:10:36 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ
ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে আমাকে
এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) এখতিয়ার বহির্ভূত কাজ
করেছে। তাদের চিঠিও ভাষাও সুন্দর ছিলো না। একজন সংসদ সদস্যকে তারা এভাবে
বলতে পারেন না। এই আইনটি সংশোধনের জন্য আমি সংসদে কথা বলবো।
সিটি
নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন এমপি বাহার। ভোটপ্রদান
শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ইসির নির্দেশনার পরও এলাকা না ছাড়া
বাহার এতোদিন কোনো গণমাধ্যমের সাথেও কথা বলেননি।
তিনি বলেন, আমি
প্রার্থীদের পক্ষে কোনো সংযোগ করিনি, প্রচারণায় ছিলাম না। তারপরও তারা
আমাকে চিঠি দিয়েছে। পক্ষান্তরে তাদের চিঠি নৌকার প্রার্থীর জন্য উপকারই
হয়েছে। কারণ এই চিঠির পর কুমিল্লার মানুষ একজোট হয়ে নৌকার পক্ষে কাজ করেছে।
নৌকার বিজয় হবেই হবে। নৌকাকে বিজয়ী করতে শ্যাডো বাহারই (ছায়া বাহার)
যথেষ্ট।