ফল ঘোষণা কেন্দ্রে বিশৃঙ্খলা, পুলিশের ধাওয়া
Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:10:32 AM
প্রধান
দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন
নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়।
বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী দুইবারের মেয়র মো. মনিরুল হক
সাক্কু বুধবার রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা কেন্দ্রে উপস্থিত হলে প্রায়
একই সময়ে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের
প্রার্থী আরফানুল হক রিফাতে শখানেক সমর্থক। তবে রিফাত সেখানে উপস্থিত ছিলেন
না।
এই উত্তেজনার মধ্যে ফলাফল ঘোষণা থমকে যায়। এক পর্যায়ে ফল ঘোষণা
কেন্দ্রের ভেতরে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক পুলিশ ধাওয়া দিয়ে বেশ কিছু
নৌকার সমর্থককে বের করে দেয়।
পুরোপুরি ইভিএমে হওয়া এই নির্বাচনের ভোটের
ফল সন্ধ্যার পর থেকে জেলা শিল্পকলা একাডেমি থেকে ঘোষণা করা হয়। ফলাফলে মেয়র
পদে আরফানুল হকের ও মনিরুলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে থাকে। ফল
ঘোষণার শেষ পর্যায়ে মনিরুলের একদল নেতাকর্মী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে
প্রবেশ করেন। তাঁরা মনিরুল হকের নামে স্লোগান দিতে থাকেন।
এর মধ্যে
রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন যে, আর চার থেকে পাঁচটি কেন্দ্রের ফল ঘোষণা
বাকি আছে। সেগুলো আসতে দেরি হবে। সে কারণে তাঁরা কাউন্সিলর প্রার্থীদের
ভোটের ফল ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন মনিরুল হকের
সমর্থকেরা। এক পর্যায়ে একদল নেতাকর্মীকে নিয়ে শিল্পকলা একাডেমিতে আসেন
মনিরুল হক। এ সময় পুলিশ মনিরুলের সমর্থকদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে
উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ফল ঘোষণা মঞ্চের সামনে এসে বসেন মনিরুল হক। ফল ঘোষণা না হলে যাবেন না বলে জানিয়ে দেন তিনি।
এরপর
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের একদল সমর্থক মিছিল নিয়ে শিল্পকলা
একাডেমিতে আসেন। তাঁরা ভোটের ফল ঘোষণা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেন।
তখন
পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এরপর কিছুক্ষণ ফল ঘোষণা বন্ধ থাকে। পরে
আরফানুল হককে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।