ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটিতে ৬০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:10:50 AM
কুমিল্লা সিটিতে ৬০ শতাংশ ভোট পড়েছে: সিইসিনিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কোনো ধরনের সংঘাত ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ।
বুধবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার বাহারের বিষয়ে কোনও মন্তব্য করবো না। তার ব্যাপারে পূর্বে অনেক আলোচনা হয়েছে। এখন আর মন্তব্য করবো না।
হাবিবুল আউয়াল আরও বলেন, প্রথমবারের মত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ হয়েছে। এবার স্বচ্ছতার বিষয়ে আগে সতর্ক ছিলাম। গণমাধ্যমকর্মীরা নির্বিঘ্নে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পেরেছেন।
তিনি বলেন, সার্বিকভাবে সিটি করপোরেশন, পাঁচ পৌরসভা ও ১৩২ ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট হয়েছে।