ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চোর ধরার দায়িত্ব উনার না-সাক্কু
Published : Thursday, 2 June, 2022 at 9:06 PM, Update: 02.06.2022 9:09:12 PM
চোর ধরার দায়িত্ব উনার না-সাক্কু
স্টাফ রিপোর্টার।। বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কৃত ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ৯ বছরে কুমিল্লা সিটি করপোরেশনে আমি যদি অন্যায় করে থাকে আমার বিরুদ্ধে তদন্ত হইতো, শোকজ হইতো, মামলা হইতো। ৯ বছরে কেইস খাইলাম না। মেয়র পদে উনি (আরফানুল হক রিফাত) দাঁড়ানোর পরে উনি একটা কথা বলতেছে এটা তো ঠিক না।
সাক্কুর বিরুদ্ধে বিভিন্ন উঠান বৈঠকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে বক্তব্য রাখেন। সে বক্তব্যের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলে বৃহস্পতিবার তিনি এ সব কথা বলেন।
৯ বছর উনি কুমিল্লার নাগরিক, ৯ বছর বললো না কেন? আমি তো নয় বছর দায়িত্ব পালন করলাম। সিটি করপোরেশনে এতো অরাজকতা হয়ে থাকলে মাসে মাসে উনি তদন্তের জন্য লেখতে পারতো। স্থানীয় সরকারের কাছে লেখতে পারতো, উনি একটা প্রভাবশালী নেতা। উনি নির্বাচনে মেয়র পদে দাঁড়ানোর পড়ে বলতেছে। উনি যদি না দাঁড়াতো তাহলে বলতো সাক্কুর মতো ভালো লোক নাই। আমি দাঁড়াইছি উনি দাঁড়াইছে, কে ভালো করবে আল্লাহ জানে। আমি যদি খারাপ লোক হয়ে থাকি তাহলে  ৯ বছরে কেন সরকার আমাকে এই পদে বসিয়ে রাখলো। আমার প্রশ্ন উনার কাছে। উনি উনার কথা না বলে, আমি চোর, উনি চোর ধরার দায়িত্ব নিছে, দায়িত্ব নিবে সরকার। আমি যদি চোর হয়ে থাকি অরাজকতা করে থাকি সরকার আমাকে দেখবে।