ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২
Published : Thursday, 2 June, 2022 at 1:45 PM
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত বেলাল উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা পেশায় জেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাছ ভর্তি মিনি পিকআপ নিয়ে জেলেরা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আরও ৪ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে গিয়াস নামের অপরজন মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।