
নোয়াখালীর বেগমগঞ্জে ঘুস গ্রহণের মামলার কৃষি ব্যাংকের দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ জুন) দুপুরে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. হাফিজ উল্যাহ ও বেগমগঞ্জের খানপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্যাহর ছেলে মো. আহছান উল্যাহ। এরা কৃষি ব্যাংকের বেগমগঞ্জের কাদিরপুর শাখার বহিষ্কৃত কর্মচারী।
নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম জানান, মো. হাফিজ উল্যাহকে দুই ধারায় দোষী সাব্যস্ত করে আড়াই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মো. আহসান উল্যাহকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মো. হাফিজ উল্যাহ কৃষি ব্যাংকের বেগমগঞ্জের কাদিরপুর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত অবস্থায় ব্যাংকের গ্রাহক জনৈক মাহমুদুল হাসান তাদের ৮০ হাজার টাকা ঋণ দিতে আট হাজার টাকা ঘুস দাবি করেন। এতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. আহসান উল্যাহ সহযোগী হিসেবে ছিলেন। পরে গ্রাহক বিষয়টি দুদককে জানালে তাদের ছক অনুযায়ী মো. হাফিজ উল্যাহকে ঘুস প্রদান করেন। এসময় হাতেনাতে দুই আসামিকে গ্রেফতার করে দুদক ।
এ ঘটনায় ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. তালেবুর রহমান তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।