ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
গতকাল জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধনী ও কর্ম অধিবেশন ২ ভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। কর্ম অধিবেশন পর্বে ৩টি সেশন পরিচালনা করেন স্যানিটেশন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, পরিবেশ  ও জন্মনিবন্ধন বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, করোনা ভাইরাস চিকিৎসা, নিরাপদ মাতৃত্ব ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজিয়া বিনতে আলম ও  যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। কর্মশালায় বিভিন্ন পেশার ৪০জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।