ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুমিল্লার লালমাইয়ে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে বিশ্ব তামাক মুক্ত দিবসের এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলা চত্ত্বরে শেষ হয়। বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: ফোরকান এলাহি অনুপমের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমাই থানা তদন্ত ওসি শেখ মাহামুদুর হাসান রুবেল, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা : রওনক জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের ডিজিএম খোরশেদ আলম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল গাফফার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম বলেন তামাক বা মাদক সেবনে স্মৃতি শক্তি লোপ পায়। এতে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের তামাক বা মাদক সেবন থেকে দূরে থাকার পরামর্শ দেন।