ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩  সনের উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের হল রুমে করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নির্দেশে উন্মুক্ত বাজেট ঘোষণা  করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী ।
গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাহ আলম, আবাদ মিয়া, কাউসার, শিল্পী আক্তার, রোমেনা শেলী, মোসাম্মৎ শাহিদা আক্তার, রবিউল হুসাইন, সেলিম হোসেন, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেটে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, বাজেটে মোট ব্যয় ও উন্নয়ন হিসাব ধরা হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ১০ হাজার  টাকা, রাজস্ব বাজেট ধরা হয়েছে ৪৫ লাখ, ৮৬ হাজার ৩৬৮ টাকা, উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৩৬৯ টাকা।