ফকির বাজারে ষাইট্টা ধান ফেরাতে বীজ বিতরণ
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় ফকির বাজারের ২০০ মিটার আগে খারেরা মাঠে গত বছর আড়াই হেক্টর মৌসুমি পতিত জমিতে আউশ ধানের আবাদ বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং। এ বছর পুনরায় কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আগে চাষ হওয়া ষাইট্টা ধান আবাদের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
লাগানোর ষাট দিন পর ফলন পাওয়া যেত বলে স্থানীয়ভাবে আউশ ধান কে ষাইট্টা বলা হতো। তখন ফলন হতো বিঘায় ৪-৫ মণ। বর্তমানে উফশী আউশ ধানের জাত চাষে বিঘা প্রতি ফলন পাওয়া যায় প্রায় ১৫ মণ। তাছাড়া অন্যান্য মৌসুমের তুলনায় সারের খরচ অনেক কম লাগে। অপরদিকে সেচের খরচ নাই। তাই বর্তমান সময়ে লাভজনক আউশ আবাদে উদ্বুদ্ধ করতে মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়।
কার্যক্রমটির পরিকল্পনাকারী কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, সীমিত জমি থেকে ক্রমবর্ধমান খাদ্য চাহিদার জোগান দিতে মৌসুমি পতিত জমি সমূহ ফসল আবাদের আওতায় আনার কোন বিকল্প নাই। ফকির বাজার এলাকার খারেরা, মাসরা ও পাহাড়পুর মাঠে আউশ আবাদ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছি। সফল হলে ১৫ হে.
জমি থেকে দেশ অন্তত ৬৫-৭০ মে. টন ধান পাবে। সাথে প্রায় ১০০ কৃষক আর্থিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মৌসুমি পতিত জমিতে আউশ আবাদ বিস্তারের কার্যক্রমে বিনা উপকেন্দ্র কুমিল্লা থেকে প্রাপ্ত ১৫০ কেজি বীজ সহায়তার উফশী আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে। উক্ত বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিনা‘র পরিচালক (গবেষণা), ড. আব্দুল মালেক। এ সময় বিনা উপকেন্দ্র কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আশিকুর রহমান সহ অন্যান্য বিজ্ঞানীবৃন্দ ও উপসহকারি কৃষি অফিসার মো. সাহেদ হোসেন উপস্থিত ছিলেন।