ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া খতমে কোরআন শরীফ খতমে বোখারী শরীফ খতমে খাজেগান অনুষ্ঠিত
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড বাগমারা গ্রামে অধ্যক্ষ আল্লামা মাওলানা ইউনুস ওয়াজেদী (মঃজিঃ আঃ) প্রতিষ্ঠিত রহমানিয়া আতিকীয়া মাদ্রাসায় বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল মোনেমের দ্বিতীয় ওফাত দিবস উপলক্ষে দেশবরেণ্য পীর মাশায়েখ ও অধ্যক্ষ মহোদয়গণ এবং মোহাদ্দিসিনে কেরামের উপস্থিতিতে পবিত্র খতমে কোরআন শরীফ খতমে বোখারী শরীফ, খতমে খাজেগান শরীফ, আরো অন্যান্য খতম সমুহ আদায় হয়েছে।
উক্ত আজিমুশ্শান বোখারী শরীফ খতমের মাহফিলে বোখারী শরীফ খতমের ফাজায়েল ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মাওলানা মিজানুর রহমান জাফরী, ধামতী কামিল মাদ্রাসার মোহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী। পরিশেষে প্রবীন আলেমেদ্বিন আল্লামা মাওলানা আঃ লতিফের নির্দেশে আল্লামা মাওলানা ইউনুস ওয়াজেদীর অনুমতিক্রমে মোনাজাত পরিচালনা করেন অলিতলা লতিফিয়া দরবার শরীফের বর্তমান পীর আল্লামা মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফী (মঃ জিঃ আঃ)। মাহফিল পরিচালনা করেন রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী।