Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM, Update: 31.05.2022 1:42:39 AM

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ কারবারীকে আটক করেছে র্যাব। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চৌদ্দগ্রাম এবং কোতয়ালী মডেল থানা অভিযান চালিয়ে তাকের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১০৯ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ২৩ বোতল বিয়ার এবং ৯ বোতল বিদেশি মদ; জব্দ করা হয় একটি পিকআপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে জানান তিনি।
আটক ৭ মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জয়মঙ্গলপুর গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে মোঃ আউয়াল(৪০), জেলার সদর দক্ষিণ মডেল থানার নলচোয়া গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), লালমাই থানার বাগমারা গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ ইকবাল মাহমুদ(১৯), মাদারীপুর জেলার কালকিনী থানার বুরকাডা গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ স্বপন(৫০), কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মুরাপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে মোঃ আব্দুর রহিম(২৮), একই গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ শরীফুল ইসলাম(২২) এবং শামছুল হকের ছেলে মোঃ আরিফ হোসেন সোহাগ(২৩)।