ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM, Update: 31.05.2022 1:42:34 AM
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কুমিল্লায় স্বেচ্ছ্বাবেক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মহানগর আওয়ামী  লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। কুৃমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আজিজ, নাফিউল করিম নাফা, উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রিংকু, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য এড. জাহেদুল আলম জাহিদ ও ডাঃ রাজিব সাহা। সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগরে সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান পিয়াস।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী করতে স্থানীয় নেতৃবৃন্দকে নানা দিক-নির্দেশনা দেন। পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।