
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত সমপর্থদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
প্রার্থীরা ভোটাদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে জরিমানা এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভার পর সতর্কভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে নগরীর কান্দিরপাড়, কাপড়িয়া পট্টি, শামবকসি, রানীর বাজার, পদুয়ায় বাজার এলাকায়।
অন্যদিকে, টেবিল ঘড়ি মার্কার প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু প্রচারণা চালাচ্ছেন নগরীর জিলা স্কুল রোড, কান্দিরপাড়, রানীর বাজার, নজরুল এভিনিউয়ে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ৬ ও ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারণায় নেমেছেন।