
কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন -২০২২ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২ ঘটিকায় নগরীর রামঘাটস্হ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা ফ্লোরে বর্ধিত সভাটি অনু্ষ্িঠত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
কুৃমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম রিন্টু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়াম স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আজিজ, নাফিউল করিম নাফা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বুদ্ধি প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রিংকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য এড. জাহেদুল আলম জাহিদ ও ডাঃ রাজিব সাহা।

সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগরে সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান পিয়াস।
বর্ধিত সভায় অতিথিরা আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কে নৌকা মার্কা বিজয়ের সুনিশ্চিত করতে দিক নির্দেশনা দেন।