ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
Published : Saturday, 28 May, 2022 at 11:54 AM
ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়ারুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ক্রোয়েশিয়ার ওই কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই পাঁচ কূটনীতিকদের বহিষ্কারাদেশ রাশিয়ায় নিযুক্ত ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত টোমিসলাভ কারের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ক্রোয়েশিয়া। ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর প্রতিবাদে দেশটি রাশিয়ার বিরুদ্ধে ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছিল।