ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
Published : Saturday, 28 May, 2022 at 11:13 AM
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যুমসজিদে নামাজরত অবস্থায় আব্দুল ওয়াহেদ (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) বরগুনার তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের সুন্দরীয়া এলাকায় মার্কাজ জামে মসজিদে জুমার নামাজের সময় ঘটে এ ঘটনা।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই আব্দুল ওয়াহেদ জুমার নামাজ পড়তে তালতলীর মার্কাজ জামে মসজিদে যান। সেখানে নামাজের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জায়নামাজে হেলে পড়েন এবং এ অবস্থাতেই তার মৃত্যু হয়। পরে আত্মীয় স্বজনরা এসে মরদেহটি সুন্দরীয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যান।

মুসল্লিরা জানান, হঠাৎ করেই হেলে পড়েন তিনি। বুকে প্রচণ্ড ব্যথার বিষয়টি জানালে তাকে জায়নামাজে শোয়ানোর পরপরই তিনি মারা যান। পরে তার আত্মীয়-স্বজন এসে মরদেহ নিয়ে যান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।