ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় কর্মসূচি উদ্বোধন
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM, Update: 21.05.2022 12:53:13 AM
চান্দিনায় শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় কর্মসূচি উদ্বোধনরণবীর ঘোষ কিংকর:
কুমিল্লার চান্দিনায় মহিচাইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে দুই দিন ব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, এই হাসপাতাল উদ্বোধনের পর তিনবার এমপি পরিবর্তন হয়েছে। তারপরও চালু হয়নি। এখন চালু হয়েছে। প্রতিদিন এলাকার রোগীদের চিকিৎসা নিচ্ছে। প্রতি মাসে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসকরা এসে চিকিৎসা প্রদান করছে। ধীরে ধীরে আমি অপারেশন থ্রিয়েটর চালু করবো।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মোঃ জাহিদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা.তাহমিনা করিম, সহকারী অধ্যাপক ডা.সাখাওয়াত আলম, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সভাপতি আখলাকুর রহমান জুয়েল, স্থানীয় ওয়ার্ড সদস্য জাহিদ হাসান বিল্লাল, ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম।