Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM, Update: 21.05.2022 12:52:59 AM

রাজধানীর
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আব্দুল মতিন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত
হয়েছেন। শুক্রবার (২০মে) সন্ধ্যা ৬টায় যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। মতিন মিয়া কুমিল্লার মেঘনার মো. কানু মিয়ার ছেলে। তিনি
কুতুবখালীতে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের মেয়ে শিখা আক্তার বলেন, আমার
বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অফিস শেষ করে বাসায় ফেরার পথে
রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.
বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য
হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।