ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ টুর্ণামেন্ট উদ্বোধন
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে চান্দিনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উদ্বোধনী খেলায় কেরণখাল ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ১-০ গোলে মাইজখার ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া প্রমুখ।