২১ মে বিশ্ব মেডিটেশন দিবস
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM
নঈম আজাদ ।।
আজ বিশ^ মেডিটেশন/ধ্যান দিবস। এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে ৬টায় কুমিল্লা ধর্মসাগর উত্তরপাড়ে সিটি পার্কে মেডিটেশন ও আলোচনার আয়োজন করা হয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশন বিগত ৩০ বছর ধরে দেশে মেডিটেশন/ধ্যান চর্চা করে আসছে। কাজ করছে বিজ্ঞান ভিত্তিক সুখী হওয়ার কৌশল নিয়ে।
মেডিটেশন মনকে শান্ত করে। চিত্তকে করে সুস্থির। হৃদয়কে করে সমমর্মী। মেডিটেশন একজন মানুষকে উদ্বুদ্ধ করে আরো একটু ভালো হতে। অনুপ্রাণিত করে আরো একটু নৈতিক ও সহনশীল হয়ে উঠতে। এমন মানুষ চারপাশের সবার জন্য এবং সমাজের জন্য নিরাপদ ও প্রত্যাশিত।
এ ধরণের মানুষের সংখ্যা যত বাড়বে তত আমাদের দেশটা পরিণত হবে ভালো মানুষের দেশে। শান্তি-সুখে, নৈতিকতায়, স্বচ্ছলতা ও প্রাচুর্যে হয়ে উঠবে সুখী মানুষের দেশ-স্বর্গভূমি বাংলাদেশ।
তাই আসুন নিয়মিত মেডিটেশন চর্চায় অভ্যস্ত হই।
অভ্যস্ত হই শুদ্ধাচার চর্চায়। সম্মিলিত বিশ^াসে, দেশপ্রেমে, কর্মে, উদ্যমে ও সঙ্ঘবদ্ধ ভাবনায় আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলি, যেন আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে পৃথিবীজুড়ে সবাই বলে-
ভালো মানুষ, ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ।