
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন ইউপি নির্বাচন আগামী ১৫
জুন অনুষ্ঠিত হবে। গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ
অনুষ্ঠিত হলেও মামলাজনিত কারণে এ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনার এ ইউনিয়নের তফসিল ঘোষণা করেন। ভোট হবে
ইভিএম-এ। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৭ মে। শেষ দিনে আওয়ামীলীগের
প্রার্থীসহ ৮ চেয়ারম্যান প্রার্থী, ৫১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ৮ জনসহ
৬৭ জন মনোনয়নপত্র দাখিল করে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে
রিটার্নিং অফিসার মোঃ ফারুক হোসেন সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ
প্রার্থীরা হলেন; চেয়ারম্যান পদে আ’লীগের গোলাম ফারুক হেলাল, স্বতন্ত্র
সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, মোঃ জহির উদ্দিন, ফয়েজ আহাম্মদ
সেলিম ভূঁইয়া সেলিম, মাঈন উদ্দিন ভূঁইয়া, আনিছুল হক জসিম ভূঁঞা, মোঃ কামাল
উদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ ইলিয়াছ।
সংরক্ষিত সদস্য পদে
১নং ওয়ার্ডে রাবেয়া বেগম ও জোবেদা আক্তার। সংরক্ষিত আসন পদে ২নং ওয়ার্ডে
আছমা বেগম রিনা ও হাসনা আরা বেগম। সংরক্ষিত আসন পদে ৩নং ওয়ার্ডে মোসাঃ
শামছুন্নাহার, রুহিয়া আক্তার, ফারভিন আক্তার ও দেলোয়ারা আক্তার।
সাধারণ
সদস্য পদে ১নং ওয়ার্ডে মজিবুল হক, শাহাদাত হোসেন, আবদুল মতিন, আবদুল হাই,
মোঃ মনিরুজ্জামান, মাহাবুবুর রহমান মামুন ও বাচ্চু মিয়া। ২নং ওয়ার্ডে কাজী
মীর হোসেন, কাজী আবদুল হক, জসিম উদ্দিন, সায়েমুল ইসলাম চৌধুরী, রফিকুল
ইসলাম ও মোঃ আলী রিপন। ৩নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, খুরশিদ আলম, বিপ্লব,
আবদুল আউয়াল ভূঁইয়া সোহেল ও ইকবাল হোসেন। ৪নং ওয়ার্ডে মনির আহাম্মদ ভূঁইয়া,
মোঃ আলী হোসেন, বদিউজ্জামান পাটোয়ারী ও শরিয়ত উল্যাহ। ৫নং ওয়ার্ডে আবুল
কালাম মিন্টু, আব্দুল হক, জিয়া উদ্দিন, আমিরুল ইসলাম মিয়াজী, শাহাদাৎ হোসেন
মিয়াজী ও নুর মোহাম্মদ। ৬নং ওয়ার্ডে মোঃ জাফর, নাছির উদ্দিন, আবুল বশর,
মোস্তফা কামাল ও রফিকুল ইসলাম। ৭নং ওয়ার্ডে রমজান আলী, আতিকুর রহমান,
ছায়েদুর রহমান, শাহ জাহান, আজাদ আবুল কালাম, ফয়েজ আহম্মদ ও আবুল কাশেম। ৮নং
ওয়ার্ডে শামীম তৈমুর মাইকেল, মমিনুল হক ভূঁইয়া ও খোন্দকার মফজুর রাহমান।
৯নং ওয়ার্ডে রুহুল আমিন ভূঁইয়া, অহিদুর রহমান ভূঁইয়া, একরামুল হক, সলিম
উল্যাহ, কামাল হোসেন, শাখাওয়াত হোসেন ভূঁইয়া ও আবতার উদ্দিন।