Published : Friday, 20 May, 2022 at 12:00 AM, Update: 20.05.2022 12:53:31 AM

ইসমাইল
নয়ন: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বড়িসহ মোঃ মিঠু নামে এক ইউপি সদস্যকে
গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে
গ্রেফতার মিঠুকে পরদিন বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মিঠু উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩
নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
বিষয়টি নিশ্চিত করে মাদকবিরোধী
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল রানা জানান, বুধবার রাতে গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য মিয়া মোঃ মিঠুকে ইয়াবা ট্যাবলেটসহ
গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের
সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে
মামলা হয়েছে।
এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে কুমিল্লা জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এস আই
আনোয়ার হোসেনসহ সঙ্গীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।