বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
সুনামগঞ্জের তাহিরপুরে সুন্দর পাহাড়ি গ্রামে ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রাঘাতে তিন কিশোরী-কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো– তাওহিদা (১১), রিপা (১২) ও আমিরুল (১১)।
স্থানীয়রা জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামে সকাল থেকে ১৫ থেকে ২০ জন লোক চিনাবাদাম তোলার কাজ করছিল। দুপুরের দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তারা ক্ষেতেই মারা যায়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রাঘাতে ওই তিন জন মারা যায় এবং ১০ জন আহত হন।’ তার ব্যক্তিগত তহবিল থেকে মৃতদের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও আহতদের চিকিৎসার খরচ দেবেন বলে জানান তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবীর বলেন, ‘মৃতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’