বুড়িচংয়ে মাসিক আইনশৃংখলা কমিটির বিশেষ সভা
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃংখলা কমিটির সভা গতকাল ১৯ মে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। উপজেলা
নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর
হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি তদন্ত মো. মাকসুদ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আবদুল আউয়াল, শংকুচাইল বিজিবি কমান্ডার, খারেরা বিজিবি কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা ময়নাল হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম হাফিজুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা (উ.) ইউপি চেয়ারম্যান ইস্কান্দার আলী ভুইয়া আমির, ভারেল্লা (দ.) ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, মোকাম ইউপি সচিব মো. লিয়াকত হোসেনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালনাসহ আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।