দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
বুধবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কোরপাই সরকার বাড়ির সামনে থেকে প্রাইভেটকার আটক করে ২৮৮ পিস ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।
বুড়িচং থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মাকসুদ আলম জানান, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রাইভেটকার দিয়ে মাদক পাচার হচ্ছে। এসময় ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলামের নেতৃত্বে এস আই রাজিব চৌধুরী, এ এস আই মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোকাম ইউনিয়ন এর ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কোরপাই বাজার এলাকায় অবস্থান নেন। এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কোরপাই ইউট্রানে প্রাইভেটকার ঘুরিয়ে কোরপাই সরকার বাড়ির সামনে ঢুকে গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ দ্রুত গিয়ে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৬৮৩) তল্লাশি চালিয়ে ২৮৮ পিস ফেন্সিডিল উদ্ধার করে এবং প্রাইভেটকারটি পুলিশ ফাঁড়ি নিয়ে আসে।
এদিকে খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন ও অহিদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পুলিশের এ ধরনের ভূমিকাকে প্রশংসা করেন এবং মাদককে নির্মূল করতে এবং যুব সমাজকে বাচানোর জন্য সাহেব আলী আহবান জানান।
এঘটনায় বুধবার রাতে বুড়িচং থানার মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।