৩৪ বছর আগের খুনের মামলায় কারাদণ্ড সিধুর
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
১৯৮৮
সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু। সাবেক ভারতীয়
ক্রিকেটারের মারধরের ঘটনার পর মৃত্যু হয় গুরনাম সিং নামের এক বয়স্ক
ব্যক্তির। ৩৪ বছর পর সেই মামলায় এক বছরের কারাদণ্ড পেয়েছেন পাঞ্জাব প্রদেশ
কংগ্রেসের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন দুই বিচারক এএম খানিউইলকার ও সঞ্জয় কিশান পল সমন্বিত একটি বেঞ্চ।
পাঞ্জাবের
পাটিয়ালায় ঘটনাটি ঘটেছিল ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর। তখনও ক্রিকেট খেলছিলেন
সিধু। অভিযোগ উঠে সেদিন ৬৫ বছর বয়সী গুরনাম সিংকে গাড়ি থেকে বের করে মারধর
করেন তিনি। মারেন ঘুষিও। ওই ঘটনার কয়েকদিন পর মারা যান গুরনাম সিং।
২০০৬
সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট অনিচ্ছাকৃত খুনের দায়ে সিধুকে তিন বছরের
কারাদণ্ড দিয়েছিলেন। পরে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট অনুমান নির্ভর ও পর্যাপ্ত
তথ্য প্রমাণের অভাবে পুনরায় রায় দেন মামলার। সেখানে তিন বছরের
কারাদণ্ডাদেশ বাতিল করে শুধুমাত্র ১ হাজার রুপি জরিমানা করা হয়। আবার ওই
রায় পুনর্বিবেচনার আবেদন উঠলে সেখানে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।