সাতক্ষীরার শ্যামনগরে সিজার অপারেশনের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম তহুরা বেগম (২২)। তিনি শ্যামনগর উপজেলার ভ্রূুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের মো. ফজের আলীর স্ত্রী।
তহুরার স্বামী ফজের আলী বলেন, সকালে স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে শ্যামনগরের এমআরএ ক্লিনিকে ভর্তি করাই। বিকেল ৩টার দিকে সিজারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আনিছুর রহমান ও ডা. ফাতেমা ইদ্রিস ইভা দীর্ঘ একঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে সংযুক্ত শিশু দুটিকে বের করেন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, মা ও জন্ম নেওয়া শিশুরা সুস্থ রয়ছে। তাদের ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।