ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার আহ্বান জেলেনস্কির
Published : Sunday, 15 May, 2022 at 4:29 PM
রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার আহ্বান জেলেনস্কিরমার্কিন সিনেটের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবারের বৈঠকে রাশিয়াকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জেলেনস্কি বলেন, আমি কিয়েভে সিনেটের রিপাবলিকান সংখ্যালঘু নেতা মিচেল ম্যাককনেলের নেতৃত্বে মার্কিন সিনেট প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি, মার্কিন সিনেটরদের এ সফর আরও একবার আমাদের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের শক্তি এবং ইউক্রেনের সঙ্গে মজবুত সম্পর্কের নজির।

বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করার বিষয়েও আলোচনা হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমি রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানাচ্ছি'।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ মে ‘ইউক্রেন ডেমোক্রেসি ডিফেন্স লেন্ড-লিজ অ্যাক্ট অব ২০২২’ আইন জারি করেন। আইনে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ধার দেওয়া অথবা ইজারা দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতার কিছু প্রক্রিয়া সহজতর করা হয়। বিলটি মার্কিন কংগ্রেসে সরকারি ও বিরোধী দলীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয়। এ জন্য নিয়ে সিনেটরদের ধন্যবাদ দেন জেলেনস্কি।