ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৮৩৬৪ লিটার সয়াবিন উদ্ধার, পুরনো দামে বিক্রি
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM, Update: 13.05.2022 12:51:28 AM
কুমিল্লায় ৮৩৬৪ লিটার সয়াবিন উদ্ধার, পুরনো দামে বিক্রিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় আগে কিনে মজুদ করে রাখা ৮ হাজার ৩৬৪ লিটার খোলা সয়াবিন তেল দুটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেই তেল পুরনো দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া সয়াবিন তেলের দাম মূল্য তালিকায় না লিখে বেশি দামে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
আছাদুল ইসলাম জানান, অভিযান চলাকালে নগরীর চকবাজার এলাকায় মেসার্স রাধাবল্লব সাহা স্টোরের গোডাউনে দুই হাজার ৬৫২ লিটার ও প্রশান্ত এন্টারপ্রাইজের গোডাউনে মজুদ করে রাখা পাঁচ হাজার ৭১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে কুমিল্লা দোকান মালিক সমিতির সহায়তায় এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া সয়াবিন তেলের দাম মূল্যতালিকায় না লিখে বেশি দামে বিক্রি করায় গন্ধেশ্বরী স্টোরকে ৫ হাজার টাকা এবং সাহা ট্রেডিং স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।