Published : Friday, 13 May, 2022 at 12:00 AM, Update: 13.05.2022 12:51:32 AM

বশিরুল ইসলাম:
কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: মহিউদ্দিন বলেছেন দেশের দুর্যোগ
সময়ে নার্সরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। দেশের রোগীদের পাশে থেকে সেবা
দিয়েছে। তাই স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই।
বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিংখাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি
নার্সদের অধিকার সংরক্ষন করতে হবে। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তৃতায় কুমেক হাসপাতালের পরিচালক এসব কথা বলেন।
গতকাল ১২ মে
বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস
উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেবা তত্ত্ববধায়ক শাহানারা
আক্তার সানু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমেক হাসপাতালের উপ পরিচালক ডা:
সাজেদা খাতুন।
কুমেক হাসপাতালের নার্সিং কর্মকর্তা দুলাল চন্দ্র
সূত্রধরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নার্সিং ইন্সট্রাক্টর মিরন নাহার
বেগম, নার্সিং কর্মকর্তা ফারজানা আক্তার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাবেক সেবা তত্ত্বাবধায়ক বশিরুল আহমেদ সিকদার, সাবেক উপ-সেবা তত্ত্বাবধায়ক
হুমায়ুন কবির ভুইয়া, নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ আকবরি
খানম, নার্সি ইনস্ট্রাক্টর মনিরুল ইসলাম সরকার, নার্সি ইনস্ট্রাক্টর সাহিদা
আক্তার, নার্সিং কর্মকর্তা ফরহাদ আহমেদ চৌধুরী, রনজিত চন্দ্র দাস, হাসান
আলী খান, রবিউল, ডমিনিক তরফদার, নুরে আলম, সফিউল আহমেদ হাবিব, ইব্রাহিম,
নার্সিং শিক্ষার্থী আশিক, সাকিব প্রমুখ।