ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM, Update: 13.05.2022 12:51:24 AM
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ৬ মামলার আসামি গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ হাসিব নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার  রাতে তাকে কুমিল্লা নগরীর চাঁনপুর স্টিল ব্রিজের দক্ষিণ পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, সে এলাকায় বোমা হাসিব নামেই পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক ও হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসিব অস্ত্র ও বোমা তৈরিতে দক্ষ শীর্ষ সন্ত্রাসী বলেও জানিয়েছে পুলিশ।