Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 11:45:56 PM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীর উপর গুলি বর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর গুলি বর্ষনের ঘটনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পর থেকে আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ চলছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
বুধবার (১১ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র নেতৃত্বে চান্দিনা হাজী সাহেবের মোড় বঙ্গবন্ধু ম্যুরাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের উপর গুলিবর্ষণের ঘটনাটি একটি পরিকল্পিত হামলা। চান্দিনায় এখনও খুনি রশিদ এর উত্তরসূরীরা রয়ে গেছে। খুনি রশিদরা জাতির পিতার স্ব-পরিবারে খুন করে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। রেদোয়ান আওয়ামী লীগ নেতা-কর্মীদের খুন করতে অমানবিক ভাবে গুলি চালিয়ে রক্ত ঝড়িয়েছে। চান্দিনার মাটিতে রাজনীতি করার কোন অধিকার তার নেই।’
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, উপজেলা যুবলীগ নেতা মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল মানিক, পৌর সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক মিঠু ভান্ডারী, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু মুছা জনি, সাবেক ছাত্রলীগ নেতা দারুস সালাম শুভ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এর আগে সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগের আয়োজনে রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন এর সামনে মানববন্ধন করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।