মামলা প্রত্যাহারের দাবি এলডিপির
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতাকর্মীরা। বুধবার কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলডিপির কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মোঃ সামছুল আলম মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন এলডিপির কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দলটির মহিচাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা দাবি করেন, সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড.রেদোয়ান সমাবেশে যোগ দিতে নিজের প্রতিষ্ঠিত কলেজে যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় প্রাণে বাঁচতে ফাঁকা গুলি ছুড়েন। তবে সেই গুলিতে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কিনা তারা জানেন না। যারা আহত হয়েছেন তারা অন্যভাবেও আহত হয়ে থাকতে পারে।
নেতাকর্মীরা আরে দাবি করেন, রেদোয়ানআহমেদ যদি ইচ্ছাকৃত গুলি করতেন তাহলে তিনি ঘটনার সময় থানায় যেতেন না। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা রেদোয়ানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।