Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:41 AM

নিজস্ব প্রতিবেদক।। সোমবার দিবাগত রাতে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ময়নামতি ইউনিয়ন এর শাহদৌলত পুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র সহ দুই ডাকাত কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম এর নেতৃত্বে এস আই রাজীব চৌধুরী, এস আই জাহিদুল হক সঙ্গীয় এম মজিবুর রহমান সহ ময়নামতি ইউনিয়ন এর পূর্ব শাহদৌলত পুর পাড়ার খলিলুর রহমান জমির পশ্চিম পাশে রাত ১২.৪৫ মিনিটে ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় পুলিশ ডাকাতের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায় অস্ত্র সহ দুই ডাকাত কে আটক করে। আটক কৃত ডাকাত হল ময়নামতি ইউনিয়ন এর বাজেবাহের চর গ্রামের শামসুমিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ কাডি মিজান (৪৫),একই ইউনিয়ন এর পূর্ব শাহদৌলত পুর গ্রামের জাহাঙ্গীর হোসেন মৈশান বাড়ির ভাড়াটিয়া আলকাস মিয়ার ছেলে ওমর ফারুক (৩৪)। তাদের নিকট থেকে ২ ছেনি, হাতুড়ি, লোহার রড় উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন তারা এলাকায় বিভিন্ন চুরি ডাকাতি সঙ্গে জড়িত রয়েছে। মঙ্গলবার সকালে আটক দুই ডাকাত কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।