Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:30 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ নেতা মো. ইমাম হোসেন ফরিদ (৫০)কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই হামলার ঘটনায় অভিযোগের তীর উঠে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর দিকে।
মঙ্গলবার (১০মে) বেলা ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ইমাম হোসেন ফরিদ ওই গ্রামের মৃত হুমায়ূন প্রধান এর ছেলে। তিনি মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আহত ফরিদ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা আহত ইমাম হোসেন ফরিদ এর ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হালিম অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যানের পক্ষে কাজ না করে আমার ভাইসহ আমরা নৌকার প্রার্থী জামাল উদ্দিন এর পক্ষে কাজ করি। তাতেই আমাদের সাথে বিরোধ সেলিম চেয়ারম্যানের। মঙ্গলবার বেলা ১২টার দিকে আমার ভাই রামমোহন বাংলা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে সেলিম চেয়ারম্যানের চাচাতো ভাই জালাল, ভাতিজা ফাহিম এর নেতৃত্বে সজল, আজগরসহ ৮-১০জন সন্ত্রাসী আমার ভাইয়ের উপর হামলা চালায়। তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে আহত করে এবং মটোরসাইকেল ভাংচুরসহ নগদ টাকা লুটে নেয়। আশংকাজনক অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।
মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন বলেন, ‘যারা গত ইউপি নির্বাচনে বিদ্রোহী সেলিম চেয়ারম্যানের পক্ষে কাজ করেনি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তালিকা করে নৌকার পক্ষে কাজ করা দলীয় লোকদের উপর হামলা চালাচ্ছে। মূলত আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্যই ওই হামলা। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অভিযোগের বিষয়ে মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান বলেন, ‘এ ঘটনার সাথে আমার ভাতিজা বা আমার লোকজন কেউ জড়িত না। ফরিদ এলডিপি করে, শুনেছি গতকাল (সোমবার) রেদোয়ান আহমেদ এর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কাথা কাটাকাটির এক পর্যায়ে ওই ঘটনা ঘটে’। ফরিদ এলডিপি করে কিভাবে? তিনি তো আওয়ামী লীগের পদধারী নেতা! এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০০৮ সালে এলডিপি করেছিল’।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে