Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:49 AM

আলমগীর হোসেন, দাউদকান্দি ||
কুমিল্লার দাউদকান্দিতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে মোঃ হৃদয় আহম্মেদ (২৫) এবং একই জেলার চান্দিনা উপজেলার সব্দুলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রকিব চৌধুরী (৩২)।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।