Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:15 AM

বাংলাদশে
রাগবি ফডোরশেন ইউনয়িনের র্সাবকি ব্যবস্থাপনায় ও ওয়ার্ল্ড রাগবির সহযোগিতায়
গতকাল ১০ মে ওয়ার্ল্ড রাগবি কোচেস কোর্স (সেভেনস সাইড)-২০২২ সম্পন্ন
হয়েছে। বিভিন্ন জেলা থেকে ১০ জন প্রশিক্ষনার্থিদের নিয়ে ঢাকা ,বাংলাদেশ এ
শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স কক্ষ
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সফলভাবে প্রশিক্ষণটি শেষ হয়।
গতকালের
প্রশিক্ষন কোর্স এ ওয়ার্ল্ড রাগবি কোচেস কোর্স (সেভেনস সাইড) ২০২২-
পরিচালনা করেন ওয়ার্ল্ড রাগবির ট্রেইনার হংকং এর লিও চুয়ান এবং এডুকেটর
মাহফিজুল ইসলাম (বাংলাদেশ)।
আজ ১১ ই মে,২০২২ ইং ওয়ার্ল্ড রাগবি
স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোস-২০২২ শুরু হবে। উক্ত কোর্স টি করাবেন
ওয়ার্ল্ড রাগবি এডুকেটর মথিলাল (শ্রীলংকা)।
শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সময়কাল ঃ ১০ মে-১৯ মে,২০২২ইং
উক্ত কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ন-সাধারন স¤পাদক সাঈদ আহমেদ।