ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের হাতে আটক
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:09 AM
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের হাতে আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী এলাকা থেকে আগ্নেয়ান্ত্র ও গুলিসহ কামরুল হাসান রনি এবং মোঃ সালমান নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছ র‌্যাব। তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, পাইপগান, শটগান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।   
পেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার  সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের মৃত ফারুক আহাম্মেদ এর ছেলে  মোঃ কামরুল হাসান রনি এবং একই গ্রামের মোঃ হোসাইন এর ছেলে মোঃ সালমান ওরফে পিচ্চি সালমানকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।