সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:43:20 AM

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ৪ ও ৫ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভায় সাধারন ভোটার ও প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন অতিরিক্তি পুলিশ সুপার এম তানভীর আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুর রহমানসহ অন্যান্যরা।
পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করতে মাঠে কাজ করছে পুলিশ। বিধি নিষেধ অমান্য ও যেকোন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।