দেবিদ্বারে যুবলীগ নেতা রুবেলের উদ্যোগে ইফতার বিতরণ
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হাসান খান নিখিল এর নির্দেশনায় সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেলের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌর এলাকার স্বাধীনতা চত্ত্বরে পথচারী, দূর পাল্লার বাস চালক, ছিন্নমূল অসহায়দের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন রুবেল বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও দেবিদ্বার উপজেলা যুবলীগ মানবিক যেকোন কাজে অংশ নিয়ে মানুষের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সদস্য জিএস আবুল খায়ের, পৌর যুবলীগের সহ সভাপতি কাজী সুমন, আবুল হোসেন, নাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন ভূঁইয়া ( সোয়েব) খলিলুর রহমান মো. বাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল মিন্টু,পৌর ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ, কলেজ ছাত্রলীগের আহব্বায়ক নুরুউদ্দিন প্রমুখ।