ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ২৮ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে এক আলোচনা সভা নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সঠিক পুষ্টিতে সুস্থ জীবন-উক্ত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুষ্টির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, মেহেদী হাসানসহ অন্যান্য ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ান, শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ এবং ছয় মাস বয়সের পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম বাড়তি খামার পরিবেশন সহ শিশু সঠিক ভাবে বেড়ে উঠছে কিনা জানতে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করণসহ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।