ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের কাজ
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
একদল উদ্যোমী সাহসী  যুবকদের নিয়ে গড়া  উঠেছে ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর এলাকায় প্রায় শতাধিক উদ্যোমী তরুণ ও যুবক স্বেচ্ছায় কাজ করছেন এ সংগঠনে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ঠায় এগিয়ে যাচ্ছে এ সংগঠনের মানবিক সকল কার্যক্রম। উদ্দেশ্য একটাই প্রবাসীদের শ্রম ও ঘামে অর্জিত অর্থ দিয়ে একটি স্বনির্ভর দেশ গড়া তোলা।
এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার ও মেরামত, অসহায়দের ঘর দেওয়া, ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা,  আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ানো, ফ্রি অক্সিজেনসেবা, অসহায়দের বাড়ি বাড়ি ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
জানা গেছে, ২০০১ সালের ১ মে মাত্র ৪-৫জন যুবক হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেন। তাদের  গ্রাম উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য যুবক এমনি কি কিছু প্রবাসীও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন যুব সংগঠনে। বর্তমানে এই সংগঠনে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে একশ’র অধিক।
সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, গ্রাম ও সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে পথ চলছি। জানিনা এ  পথের শেষ সীমা কতটুকু কোথায়। তবে সমাজ সংস্কারে যুবকদের নিয়ে এগিয়ে যাব। একটি স্বনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। পারব না বলে কোন কথা নেই, আমাদের পারতেই হবে। গ্রাম থেকে সমাজ সংস্কারের এ উদ্যোমী সাহসিকতা একদিন মাথা তুলে দাড়াবে বিশ্বব্যাপী।