কুমিল্লায় বিশ্ব নৃত্য দিবস উদযাপন
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় নৃত্য দিবস উদযাপন করা হয়েছে। গতকাল ২৯ এপ্রিল শুক্রবার “অভয় চরণ নৃত্যাঙ্গন” এর আয়োজনে বীর চন্দ্র মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে নৃত্য শিল্পী ও প্রশিক্ষক পপি সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও সমাজ সেবক বিজয় রতন দেবনাথ। অনুষ্ঠানে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য ও সামাজিক পরিষদের সভাপতি আবুল কাশেম ও নৃত্য শিল্পী ও প্রশিক্ষক জাহিদুর রহমান মামুনসহ অনেকে।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর প্রশিক্ষার্থীদের পরিবেশনায় কয়েকটি নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিচালনায় ছিলেন অভয় চরণ নৃত্যাঙ্গনের পরিচালক পপি সূত্রধর।