ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩০ লাখ টাকার সেতু কাজে আসছে না মানুষের!
তানভীর দিপু
Published : Monday, 11 April, 2022 at 9:13 PM
৩০ লাখ টাকার সেতু কাজে আসছে না মানুষের!এক পাশে বসত বাড়ি, অন্যপাশে ফসলি জমি। সংযোগ সড়কের কোন অস্তিত্ব না থাকলেও কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি খালের উপর নির্মাণ করা হয়েছে সেতু। এর দুই পাশে নেই সংযোগ সড়কও। তাই সেতুটি কোন কাজেই আসছে না এলাকাবাসীর। উপজেলার কোদালিয়া এলাকায় রুহিতা খালের উপর প্রায় ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে সেতুটি। 
সেতু নির্মাণের ক্ষেত্রে দুই পাশে সংযোগ সড়ক থাকার বাধ্যবাধকতা থাকলেও এ সেতু নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এখানে সেতু নির্মাণ সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। ২০১৮-১৯ অর্থবছরে রুহিতা খালের উপর সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা। এলাকাবাসীর অভিযোগ, সেতুর একপাশে একটি মাছের প্রজেক্ট রয়েছে। ওই প্রজেক্ট মালিককে সুবিধা দিতেই এখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। কেননা সেতুটি ওই প্রজেক্টে আসা যাওয়া ছাড়া আর কোনো কাজে আসছে না।
এ বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, জনগুরুত্ব বিবেচনা করে সেতুটি নির্মাণ করা হয়েছে।