| শিরোনাম: |
কুমিল্লায় পবিত্র মাহে রমজানের ৭ম দিনে শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে রানীর বাজার এলাকায় বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বেশি দামে চিনি বিক্রি করায় মেসার্স রাজ রাজেশ্বরী ট্রেডার্সকে ৩হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না করায় মেসার্স এইচ এম জে এন্টারপ্রাইজকে ১ হাজার ৫শ টাকা, বেশি দামে ছোলা বিক্রি করায় জহির ট্রেডার্সকে ৩হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় মায়ের দোয়া সোনালী পল্ট্রি হাউজকে ২ হাজার টাকা, এবং বেশি দামে চিনি ও ছোলা বিক্রি করায় দেলোয়ার স্টোরকে ৩ হাজার টাকাসহ আজ মোট ৫প্রতিষ্ঠানকে ১২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।