ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের মতবিনিময়
দলকে সুসংগঠিত করতে তৃণমূলে সাংগঠনিক টিম গঠনের পরামর্শ
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 1:11:44 AM
দলকে সুসংগঠিত করতে তৃণমূলে সাংগঠনিক টিম গঠনের পরামর্শতানভীর দিপু: দলীয় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও তৃণমূলে আওয়ামী লীগের কমিটিগুলো সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে সভায় অংশগ্রহণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ৪৫ সদস্যের একটি দল। বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত সভার অংশ হিসেবেই এই সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১১ টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়ে।কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সভায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এবং বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব এমপি, সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরী এমপি, সদস্য এডভোকেট আবুল হাসেম খান এমপি। এছাড়া আরো অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আলহাজ¦ ইলিয়াস মিয়া, গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারর্থী দত্ত। সদর উপজেলা চেয়ারম্যানর আমিনুল ইসলাম টুটুল, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, লাকসাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ও লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মীর হোসেন মীরুসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন সকল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রগণ।  
সভায় মুজিবুল হক মুজিব বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী ও জোরদার করার জন্য জেলার সকল নেতৃবৃন্দ সোচ্চার আছেন। কেন্দ্রীয় কমিটি যে নির্দেশ দিবেন, জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ নির্দেশ মোতাবেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।
মুজিবুল হক আরো বলেন, কুমিল্লা জেলা আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং নেই। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এক মনে ও এক ধ্যানে কাজ করে যাচ্ছি।
সভার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান জানান, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত সম্মেলন করে নতুন কমিটি করা এবং তৃণমূলে সাংগঠনিক টিম গঠন করা জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় কুমিল্লার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সাংগঠনিক তৎপরতা এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।