ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ২ ‘ডাকাত’ গ্রেপ্তার
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:17:29 AM
দেবিদ্বারে ২ ‘ডাকাত’ গ্রেপ্তারশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে ‘দুর্র্ধষ দুই ডাকাতকে’ গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেবিদ্বার পৌর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হচ্ছে- দেবিদ্বার পৌর এলাকার কুশা গাজির বাড়ির মো. ওয়াহেদ মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম ও দেবিদ্বার পুরাতন বাজার মাদরাসা পাড়া এলাকার মো. তাজুল ইসলামের ছেলে মো. বিল্লাল হোসেন। এ সংক্রান্ত দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।
দেবিদ্বার থানার উপ পরিদর্শক মো. নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃত দুইজন দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। গত ৫ জানুয়ারি ও ২৮ জানুয়ারি অর্ধরাতে বারেরা, মাশিকাড়া, শাকতলা ও কাচিসাইর এলাকায় তাঁরা ডাকাতির কাজে জড়িত ছিলো। পুলিশের জিজ্ঞাসাবাদের ডাকাত আরিফুল ইসলাম ডাকাতি কাজে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও ডাকাত বিল্লাল হোসেন নামে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুর্ধষ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। মঙ্গলবার দুই ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যারা চুরি ডাকাতিসহ  বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।