ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:17:26 AM
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা র‌্যাবের পৃথক অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় দুই মাদক ব্যবসায়িকে আটক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার বিজয়পুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেকভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিপহনের সময় ৫১ কেজি গাঁজা আটক করা হয়। এসময়  মোঃ সালাউদ্দিন খান নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
অপর আরেক ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায়কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার বিরাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ির নাম মাইনুদ্দিন।